ম্যাচের শেষ দুই বলে টানা দু’টি ছয় মেরে গুজরাট টাইটানসকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া। এর মধ্য দিয়ে এবারের প্রতিযোগীতায় তিন ম্যাচ খেলে তিনটিতে জয় তুলে নিয়েছে গুজরাট। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে তারা।
শুক্রবার (৮ এপ্রিল) মুম্বাইয়ের ব্রাব্রোন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৯০ করে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। গুজরাটের শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল। আর শেষ দুই বলে দরকার ১২ রান। আর দুইটি বলেই ছয় হাঁকিয়ে রোমাঞ্চকর জয় এনে দেন ভারতীয় অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া।
এদিকে, শেষ দুই বলে দুই ছক্কা হাঁকানোর মাধ্যমে অনন্য এক রেকর্ডও গড়ে ফেলেছেন তেওয়াতিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে শেষ দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর কৃতিত্ব দেখালেন ২৮ বছর বয়সী এ বাঁহাতি অলরাউন্ডার।
সর্বপ্রথম ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ডলফিন্সের বিপক্ষে শেষ দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান মিচেল মার্শ। এরপর ২০১৬ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একই কীর্তি গড়েন মহেন্দ্র সিং ধোনি।
এছাড়া বিশ্বের মাত্র দশম ব্যাটার হিসেবে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন তেওয়াতিয়া। অন্য নয় জন হলেন- আন্দ্রে অ্যাডামস (২০০৭), অরুন কার্তিক (২০১১), ড্যারেন ব্রাভো (২০১৪), আন্দ্রে রাসেল (২০১৪), মিচেল মার্শ (২০১৪), আজহার মাহমুদ (২০১৫), এমএস ধোনি (২০১৬), স্টুয়ার্ট পয়েন্টার (২০১৯) ও ট্রেন্ট বোল্ট (২০২১)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ