ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে আউট হয়ে ফেরার পথে মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের দরজায় লাথি মারেন মাহমুদুল্লাহ রিয়াদ। আউট হওয়ার আগে ৫২ বলে ২টি করে চার-ছয়ের মারে ৪৮ রান করেন মাহমুদুল্লাহ।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জের এনামুল জুনিয়রের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৪৩ রানে অলআউট হয় মোহামেডান।
দলটির পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন মাহমুদুল্লাহ। তবে আউট হওয়ার পর ড্রেসিংরুমের দরজায় লাথি দিয়ে আলোচনায় তিনি।
৪৮ রান করে ভালোই খেলছিলেন মোহামেডানের মাহমুদুল্লাহ। রূপগঞ্জ টাইগার্সের বোলিংয়ে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ছোট ছোট জুটি গড়ে মোহামেডানকে মাহমুদুল্লাহই নিয়ে যাচ্ছিলেন লড়ার মতো অবস্থানে। কিন্তু ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে ঘটে বিপত্তি। এনামুল হক জুনিয়রের অফ স্টাম্পের বাইরের আর্ম বলটি মাহমুদুল্লাহর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসে যায়। ভালো লেংথ থেকে বলটি অস্বাভাবিক নিচু হওয়ায় কাট শট খেলার চেষ্টায় ব্যর্থ হন মাহমুদুল্লাহ।
আউট হয়ে ফেরার সময় প্রথমে মাঠকর্মীদের ওপর চড়া মেজাজ দেখান মাহমুদুল্লাহ। পরে ড্রেসিংরুমে ঢোকার মুখে বন্ধ দরজায় সজোরে লাথি মেরে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় তার চোখে-মুখে রাগের আভা স্পষ্ট দেখা যায়। মূলত উইকেটের অসম বাউন্সের কারণেই মেজাজ হারিয়েছেন মাহমুদুল্লাহ।
মোহামেডানকে কোণঠাসা করা বোলিংয়ে ৯.১ ওভারে ৪১ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন এনামুল জুনিয়র। লিস্ট 'এ' ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট।
চলতি লিগে এখন পর্যন্ত সাত ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে তারা। আজকেও হেরে গেলে সেরা ছয়ে থেকে সুপার লিগে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে।রূপগঞ্জ টাইগার্স ৬ ম্যাচ খেলে তাদের জয় ৩টি, ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬ এ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন