সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে করা ৪৫৩ রানের জবাবে ব্যাট করতে মাঠে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে টাইগাররা। ইনিংসের পঞ্চম বলেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে গেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
প্রোটিয়া পেইসার ডুয়ান অলিভারের গুড লেন্থের বলটি আউটসাইড এজ হয়ে সরাসরি চলে যায় সারেল এরইউর হাতে। আর এতেই দলীয় ৩ রানে পতন হয় বাংলাদেশের প্রথম উইকেটের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ১১ ওভারে ১ উইকেট হারিয়ে টাইগাররা তুলেছে ৪২ রান।
এর আগে আজ শনিবার টেস্টের দিনের দ্বিতীয় সেশনে এসে প্রথম ইনিংসে ৪৫৩ রানে থামে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেছেন কেশব মহারাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেছেন ডিন এলগার।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ