সাউথ আফ্রিকার করা ৪৫৩ রানের পাহাড় টপকাতে চাপা পড়া বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ১৩৯ রান করতে পেরেছে। এর আগে ১২২ রান তুলতেই ৫ উইকেট হারায় টাইগাররা।
মুশফিকুর রহিম ৫৫ বলে ৩০ রান নিয়ে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে রয়েছেন ইয়াসির আলি রাব্বি। করেছেন ৮ রান।
আজ শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়।
প্রোটিয়া পেইসার ডুয়ান অলিভারের গুড লেন্থের বলটি আউটসাইড এজ হয়ে সরাসরি চলে যায় সারেল এরইউর হাতে। আর এতেই দলীয় ৩ রানে পতন হয় বাংলাদেশের প্রথম উইকেটের।
এরপর তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে খেই ফিরে পায় বাংলাদেশ। কিন্তু এলবিডব্লিউয়ের ফাঁদে পরে ৪৭ রানেই মাঠ ছাড়তে হয় বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে। তামিম আউট হওয়ায় ভাঙে দুজনের ৭৯ রানের জুটি।
এমনকি এক ওভারের ব্যবধানে শান্তও মালডারের এলবিডব্লিউয়ের শিকার হলে চাপে পড়ে বাংলাদেশ। পানি বিরতির পর মুমিনুলও এলবিডব্লিউ হন। করেন ৬ রান।
শেষ পর্যন্ত ৪১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে টাইগাররা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ