শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের সাবেক পেসার ক্রিস সিলভারউড। লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে সাবেক এই ইংলিশ ফাস্ট বোলার।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নিজের কাজ শুরু করবেন তিনি। আগামী মে মাসে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর হবে লঙ্কান জার্সিতে সিলভারউডের প্রথম সিরিজ।
এর আগে, গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। সর্বশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর সিলভারউডের দায়িত্ব ছাড়া ছিল সময়ের ব্যাপার মাত্র।
গত ডিসেম্বরে মিকি আর্থারের বিদায়ের পর থেকেই প্রধান কোচ খুঁজছিল এসএলসি। আর্থার চুক্তি নবায়ন করতে আগ্রহী হলেও লঙ্কান বোর্ড তাতে সাড়া দেয়নি। এই সময়টা সাবেক লঙ্কান ফাস্ট বোলার রুমেশ রত্নায়েকে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/এমআই