আইপিএলে আজ রবিবার রাতে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স। লড়াই হবে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। দশটি দলের মধ্যে হচ্ছে এবারের মাঠের লড়াই। শুরুর পর্বে সবাইকে পেছনে ফেলে দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে কিং খানের কলকাতা।
নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে যেন অন্য মেজাজে পাওয়া যাচ্ছে নাইটদের। অন্যদিকে, গত দুই মৌসুমে যে চমক দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু এবার সেটা উধাও। ঋষভ পন্থের দল শুরু থেকেই খাবি খাচ্ছে। আর এটাই যেন সুযোগ শ্রেয়াস আইয়ারের। দিল্লিতে অধিনায়কত্ব হারানোর পর, দলেও নিজের জায়গা হারিয়েছেন শ্রেয়াস। তাকে দলে না রাখা যে খুব একটা বুদ্ধিমানের কাজ হয়নি সেটাই যেন প্রমাণ করার লড়াই আইয়ারের কাছে।
দুই দলের অতীত পরিসংখ্যান বলছে, মোট ২৯টি ম্যাচ হয়েছে এই দুই দলের মধ্যে। এ বারের লিগ টেবিলের মতই অতীত পরিসংখ্যানেও এগিয়ে নাইটরা। ১৬টি ম্যাচ জিতেছে কলকাতা। বাকি ১৩টি ম্যাচে জয় দিল্লি ক্যাপিটালসের। ব্র্যাবোর্ন স্টেডিয়ামের উইকেট ব্যাটিং-বোলিং দুই পক্ষকেই সাহায্য করে। দল হিসেবে তাই এগিয়ে থেকেই মাঠে নামবে কলকাতা। রাসেল-কামিন্সরা ব্যাট চালাতে শুরু করলে বড় রান স্কোরবোর্ডে তোলা সহজ কাজ। তবে নাইট অধিনায়ককে চাপে রাখবে দলের টপ অর্ডার ও মিডল অর্ডার।
অজিংকা রাহানে রানে নেই। ভেঙ্কটেশ আইয়ার আগের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে রান পেয়েছেন। ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ তার সামনে। নিতিশ রানা এখনও ছন্দে নেই। শ্রেয়াস শুরু করলেও শেষ করতে পারছেন না। সব মিলিয়ে নাইটদের ব্যাটিংয়ের চাপটা সামলাতে হচ্ছে লোয়ার অর্ডারকে। এই পরিস্থিতিতে রাসেল-কামিন্সরা ব্যর্থ হলে কম রানে আটকে রাখা যেতে পারে নাইট রাইডার্সকে।
কলকাতার ব্যাটিং যদি চিন্তা হয় তা হলে অনেক বড় ভরসা বোলিং। উমেশ যাদব নতুন বল হাতে উইকেট নিচ্ছেন। প্যাট কামিন্সও প্রথম ম্যাচ থেকেই উইকেট তুলছেন। দুই স্পিনার নারিন ও বরুণ মাঝের ওভারে প্রতিপক্ষকে খুব একটা সহজে রান তুলতে দিচ্ছেন না। ক্রিকেট মহলের মতে ব্যাটিং সামলে নিতে পারলেই এবারের লিগে কলকাতাকে হারানো বেশ কঠিন।
শ্রেয়াস যেমন দিল্লিকে জবাব দেওয়ার চেষ্টা করবেন, তেমনই কলকাতাকে চেপে জবাব দিতে চাইবেন কুলদীপ যাদব। রাসেলদের আটকে রাখতে ঋষভ পন্থের তুরুপের তাস বাঁহাতি চায়নাম্যান। কলকাতার বিরুদ্ধে তার ৪ ওভার যেমন দিল্লির কাছে গুরুত্বপূর্ণ, তেমনই কুলদীপও চান নিজের জাতটা কলকাতাকে চিনিয়ে দিতে। এগিয়ে থেকে মাঠে নামবে কলকাতা। কিন্তু দিল্লিকে হালকা ভাবে নিতে চাইবে না শ্রেয়াসের দল। কারণ আইপিএলের যে কোনও ম্যাচেই বদলে যেতে পারে টুর্নামেন্টের রঙ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ