আফগানিস্তানের প্রায় দুই ডজন ক্রিকেটার ও কর্মকর্তার জন্য স্থায়ী আবাসের ভিসার আবেদন করা হয়েছে আরব আমিরাত সরকারের কাছে। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বলেছে, ‘আফগানিস্তান ক্রিকেট প্রায়ই অন্য দেশগুলোর বিরুদ্ধে নিজেদের হোম সিরিজ খেলে আরব আমিরাতে থেকেই। এ কারণে এখন আফগান ক্রিকেটার ও কর্মকর্তাদের আরব আমিরাতের স্থায়ী আবাসের ভিসা কিংবা স্থায়ীভাবে অবস্থানের অনুমতি খুবই প্রয়োজন।’
এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এরই মধ্যে আফগান ক্রিকেটার ও কর্মকতারা সবাই অবস্থান করছে আরব আমিরাতে। সেখানে শুধু ভিসা প্রক্রিয়া সম্পন্ন করাই নয়, একটি ট্রেনিং ক্যাম্পও পরিচালনা করবে রশিদ-নবিরা।
উল্লেখ্য, ভিসা সমস্যা কাটানোর জন্য এটাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম পদক্ষেপ। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের ভিসা পেতে বেশ সমস্যায় পড়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যেতে তাদের বিলম্ব হয়। যে কারণে দলটি কয়েকটি ওয়ার্মআপ ম্যাচ খেলতে পারেনি, ঠিকভাবে অনুশীলন করতে পারেনি।
দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন দেশে খেলতে যাওয়ার আগে সব সময়ই ভিসা সমস্যায় পড়তে হয় আফগান ক্রিকেটারদের। বিশেষ করে আফগানিস্তানে গত বছর তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটির ক্রিকেটারদের জন্য বিশ্বের অন্য যে কোনো দেশের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। অথচ, বিভিন্ন সিরিজ ও টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আফগান ক্রিকেটারদের নিয়মিতই বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ