বড় ব্যবধানে এগিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করে প্রোটিয়ারা। দুই ওপেনার সারেল এরউই ও ডিন এলগারের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৬০ রান তোলে স্বাগতিকরা। ১২তম ওভারে আঘাত হানেন তাইজুল। ২৬ রান করা ডিন এলগারকে সরাসরি বোল্ড করেন।
বিরতির ঠিক আগ মুহূর্তে তাইজুলের স্পিন ভেলকিতে ১৪ করে মাঠ ছাড়েন কিগান পিটারসেন। এতে করে ৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিক দল।
ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা একশ রান তোলার আগে হারাল ৩ উইকেট। ৯০ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন টপঅর্ডারের ডিন এলগার, কেগান পিটারসেন আর সারেল এরউই। এরউইকে আউট করেন খালেদ আহমেদ।
চা বিরতির পর রিকেল্টনকে আউট করে তাইজুল। শর্ট মিড-অনে আরেকটি ক্যাচ! এটি সম্পূর্ণ বাইরে ছিল, তিনি সামনে আসেন এবং এটিকে লং-অনে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এটা ব্যাটের নিচের অর্ধেক থেকে এসে ফিল্ডারের কাছে নেমে যায়, সেটাকে হাতের তালুতে ভালোভাবে তুলে নেন মুমিনুল।
রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪৭ রান।
এর আগে সাউথ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে ২১৭ রান তুলতে অলআউট হয় বাংলাদেশ। ৩৬ রানে পিছিয়ে থাকায় ফলোঅনে পড়ে বাংলাদেশ। তবে বাংলাদেশকে আবার ব্যাট করতে না পাঠিয়ে নিজেরা দ্বিতীয়বার ব্যাট করা শুরু করে সাউথ আফ্রিকা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ