করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের হেডকোচ রাসেল ডমিঙ্গো। পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন টাইগার শিবিরে এলো এই খারাপ খবর।
সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, অ্যান্টিজেন টেস্টের পর রাসেল ডমিঙ্গোর শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন।
ডারবান থেকে বাংলাদেশ দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পোর্ট এলিজাবেথে যায় গত ৫ এপ্রিল। এর আগের দিন নিজ শহরে চলে যান রাসেল ডমিঙ্গো।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ