এনামুল হক বিজয়। ডানহাতি ব্যাটসম্যান। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে রান করা শুরু তার, যা জারি আছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচেও।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরে ব্যাট হাতে মাঠে নামলেই রানের দেখা পেয়েছেন বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি।
এবারের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের সবচেয়ে বড় ব্যাটিং ভরসার নাম বিজয়। ১২ ম্যাচে ১২ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ৭৩.১৬ গড়ে ৮৭৮ রান করেছেন তিনি। ১২ ম্যাচের মধ্যে ৯ ম্যাচেই পঞ্চাশোর্ধ রান করেছেন দুর্দান্ত ফর্মে থাকা বিজয়। রেকর্ডের সীমানাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তার, সুপার লিগে আরও ৩টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।
ইতোমধ্যে রানবন্যায় দারুণ এক রেকর্ডের মালিক হয়ে গেছেন বিজয়। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর থেকে ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার।
বৃহস্পতিবার বিকেএসপিতে লেজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলার পর তার মোট রান দাঁড়িয়েছে ৮৭৮। প্রিমিয়ার লিগের রেকর্ড নতুন করে লেখার পথে সাইফ হাসানকে পেছনে ফেলেছেন বিজয়। চার বছর ধরে রেকর্ড নিজের দখলে রেখেছিলেন সাইফ। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে দারুণ সময় কাটে ডানহাতি এই ওপেনারের। ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে ৮১৪ রান করেছিলেন তিনি।
আজ ৮০৫ রান নিয়ে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামেন বিজয়। এক মৌসুমের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে ১০ রান দরকার ছিল তার। বিকেএসপির চার নম্বর মাঠে ইনিংসের তৃতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন বিজয়। পরের ওভারে রূপগঞ্জের পেসার আল-আমিন হোসেনকে দুই চার মেরে রেকর্ডটি নিজের করে নেন বিজয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ