কথা রেখে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রমজান মাসজুড়ে মুসলিম ক্রিকেটার সাথে থাকার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে চলেছে ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সেই পাশে থাকার পদক্ষেপ হিসেবেই গতকাল বৃহস্পতিবার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডসে ইফতারের আয়োজন করেছিল ইসিবি। আর এমন আয়োজনের অংশ হতে পেরে তৃপ্ত ইংল্যান্ডের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক ইয়ন মরগান।
মরগান বৃহস্পতির আনন্দ প্রকাশে আজ শুক্রবার টুইট করেছেন। তিনি লিখেছেন ‘সত্যিই কালকের সন্ধ্যাটা ছিল বেশ উপভোগ্য, হোম অব ক্রিকেটে প্রথমবারে মতো ইফতার আয়োজন করা হয়েছিল। রামজান কারিম।’
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট আজিম রফিক বর্ণবাদের ভয়ংকর অভিযোগ তোলার পর নড়েচড়ে বসে ইংলিশ ক্রিকেটের কর্তারা। বদনাম ঘোচাতে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেছে ইসিবি। এই ইফতার আয়োজন ইশারা-ইঙ্গিতে সেই পরিকল্পনার অংশ বলেই মনে করছেন অনেকে।
বিডি প্রতিদিন/নাজমুল