চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা জস বাটলার তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন। তার সেঞ্চুরিতে ভর করেই আসরের ৩৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রাজস্থান।
মাত্র ৫৭ বলে সেঞ্চুরির দেখা পান এই ইংল্যান্ড ব্যাটার। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের বলে আউট হওয়া এই তারকা শেষ অবধি ৬৫ বলে ১১৬ করেন। তিনি ৯টি চার ও সমান ছক্কা হাঁকান।
শতক করে রেকর্ডও গড়েন এই বাটলার। এক আসরে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে তিনটি সেঞ্চুরি করলেন তিনি। এর আগে ২০১৬ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে তিনটি সেঞ্চুরি করেছিলেন কোহলি।
শুক্রবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে দিল্লি শেষ অবধি লড়ে ৮ উইকেট হারিয়ে ২০৭ রানে থামে।
ম্যাচ সেরার পুরস্কার পান জস বাটলার।
আসরে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রাজস্থান। হেরে যাওয়া দিল্লি ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ