বিরাট কোহলির রানে খরা আরও বাড়ল। কবে তার ব্যাটে আবার বড় রান দেখতে পাওয়া যাবে, তা নিয়ে অনেক দিন ধরেই অপেক্ষা করছেন সমর্থকরা। প্রতি ম্যাচেই মনে করা হয় তার ব্যাটে রান আসতে চলেছে। কিন্তু প্রতি ম্যাচেই কোহলি হতাশ করে চলেছেন।
আইপিলে এবারের আসর খুবই বাজে যাচ্ছে কোহলির। শত চেষ্টা করেও প্রত্যাশা মতো রানের দেখা পাচ্ছেন না। গত মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। সেই ম্যাচে প্রথম বলেই আউট হয়ে যান কোহলি।
কিন্তু শনিবার হায়দরাবাদের সাথে খেলা ম্যাচেও একই দৃশ্য দেখা গেল। এদিন মার্কো ইয়ানসেনের বলে যখন স্লিপে ক্যাচ দিয়েছেন, তাতে পুরোটাই তার দায়। সোজা বলে না নড়ে খোঁচা মারতে গিয়ে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেন কোহলি।
তিন বছর আগে এ রকমই এক এপ্রিল মাসে ইডেন গার্ডেন্স মাতিয়েছিলেন কোহলি। কলকাতার বিরুদ্ধে শতরান করেছিলেন, যা আইপিএলে তার পঞ্চম। প্রথম ৫০ রান করতে নেন ৪০ বল, পরের ৫০ আসে ১৭ বলে। সেই সময়ে চূড়ান্ত ছন্দে ছিলেন কোহলি। এর কয়েক মাস পরেই জাতীয় দলে দিন-রাতের টেস্টেও শতরান করেন। কিন্তু তার পর থেকেই তার ব্যাটে রানের খরা।
সম্প্রতি সাবেক ভারতীয় অধিনায়কের এমন অবস্থা দেখে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক কোচ রবি শাস্ত্রী। কোহিলকে পরামর্শ দিয়ে তিনি বলেছেন, বিশ্রাম নেওয়া প্রয়োজন কোহলির। তার মতে, মানসিকভাবে বিধ্বস্ত বিরাট। আগের মতো পারফরম্যান্স করতে গেলে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকা দরকার তার।
বিডি প্রতিদিন/এমআই