বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব ড্র দিয়েই শুরু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেলের মধ্যকার ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। এই ম্যাচে রাসেলের হয়ে গোল করেছেন মোহাম্মদ জুয়েল। আর মোহামেডানকে হারের হাত থেকে বাঁচিয়েছেন জাফর ইকবাল। তার করা শেষ মুহূর্তের গোলেই ম্যাচটিতে থেমেছে সমতায়। ১২ ম্যাচে ১১ পয়েন্ট টেবিলের অষ্টম অবস্থানেই থাকল শেখ রাসেল।
সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বর অবস্থানে আছে সাদা-কালোর মোহামেডান।
মধ্যবর্তী দলবদল, তিন বিদেশি ফুটবলার পরিবর্তন করে মাঠে নেমেছিল শেখ রাসেল। প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল জুলফিকার মিন্টুর দল। লাল কার্ডের নিয়তি হিসেবে এ ম্যাচে ছিলেন না আইজার আকমাতোভ। আর ছাড়পত্র না মেলায় নতুন বিদেশি নাইজেরিয়ান ইসমাহিল আকিনাদেকে ছাড়াই একাদশ সাজায় রাসেল।
ম্যাচের ১৫ মিনিটেই সুযোগ নষ্ট করে মোহামেডান। ডান দিক থেকে দিয়াবাতের ক্রসে অরক্ষিত সাহেদ মিয়া বলে মাথা লাগালেও জাল খুঁজে পাননি, ক্রস বারের উপর দিয়ে বল বাইরে চলে যায়। পরের মিনিটেই প্রতি আক্রমণে শেখ রাসেল। বক্সের খানিকটা বাইরে থেকে হেমন্তের বাঁকানো শট হাতের আঙ্গুলের ছোঁয়ায় বাইরে পাঠান সুজন হোসাইন। ২১তম মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় শেখ রাসেল।
৩৩ মিনিটে মান্নাফ রাব্বির থ্রু পাস থেকে রিচার্ড গাদজের নেওয়া গতির শট সুজনের হাতে লেগে বাইরে যায়। ৩৬ মিনিটে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করেন সাহেদ মিয়া। সতীর্থের কাছ থেকে পাওয়া বল নিয়ে রাসেলের বক্সে ঢুকে পড়েন সাহেদ, পিছনে ছুটছিলেন রাসেলের দুই ফুটবলার। প্রথম দফায় সাহেদের শট আশরাফুল রানা এগিয়ে এসে ঠেকিয়ে দেন। আবারও শট নেন সাহেদ, এবার বল নিজের নিয়ন্ত্রণে নেন রানা। ৫২ মিনিটেও দুর্ভাগ্য, বদলি নামা দিপকের শট সাইড বারে লেগে ফিরলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে মিন্টুর দল। ফিরতি বল জালে জড়ানোর সুযোগ থাকলেও হেমন্ত লক্ষ্যে রাখতে পারেননি।
৮০ মিনিটে দশ জনের দলে পরিণত হয় মোহামেডান। মোহামেডানের ডিফেন্ডারদের পিছনে ফেলে বল নিয়ে বক্সের দিকে ছুটছিলেন রিচার্ড গাদজে, কোনো উপায় না দেখে পোস্ট ছেড়ে বের হয়ে এসে বক্সের বাইরে গাদজেকে ফেলে দেন সুজন। ফাউলের বাঁশি বাজিয়ে সুজনকে লাল কার্ড দেন রেফারি জিএম চৌধুরি নয়ন। ৮৮মিনিটে জাফর ইকবালের গোলে সমতায় ফেরে মোহামেডান।
বিডি প্রতিদিন/নাজমুল