চলতি আইপিএলের ৫৯তম ম্যাচে আজ বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ধোনির চেন্নাই ও রোহিতের মুম্বাই। বুধবার (১১ মে) ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সঞ্জুর রাজস্থানকে ৮ উইকেটে হারিয়েছে ঋষভের দিল্লি। অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার জুটিই জিতিয়ে দেয় দিল্লিকে।
রাজস্থানের বিরুদ্ধে ৪১ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার। এদিকে দিল্লির বিরুদ্ধে জ্বলেনি বাটলারের ব্যাট। কিন্তু আইপিএলের ৫৮টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের মালিক রইলেন পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫৮টি ম্যাচ হয়েছে। আইপিএল-২০২২ এর ৫৮টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন-
১) এবারের আইপিএলের ৫৮টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। এখনও অবধি আইপিএলের মোট ১২টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৬২৫ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।
২) কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। এখনও পর্যন্ত এবারের আইপিএলে মোট ১২টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৪৫৯ রান। সর্বোচ্চ ১০৩* রান।
৩) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে তিন নম্বরে উঠে এসেছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার । তিনি এবারের আইপিএলের ১০টি ম্যাচে খেলে ওয়ার্নার করেছেন ৪২৭ রান। সর্বোচ্চ ৯২*।
৪) কমলা টুপির দৌড়ে চার নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি। চলতি আইপিএলে এখনও অবধি ১২টি ম্যাচে খেলে ৩৮৯ রান করেছেন আরসিবি অধিনায়ক ফাফ। সর্বোচ্চ ৯৬ রান।
৫) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছেন গুজরাটের ওপেনার শুভমন গিল। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১২টি ম্যাচে খেলেছেন গিল। এই ১২ ম্যাচে তিনি করেছেন মোট ৩৮৪ রান। সর্বোচ্চ ৯৬ রান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ