কাটার মাস্টারখ্যাত মুস্তাফিজুর রহমানের টেস্ট খেলায় অনীহা সে কথা এখন আর অজানা কিছু নয়। তবে সম্প্রতি বিসিবির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশের প্রয়োজনে মুস্তাফিজকেও টেস্ট খেলতে হবে। যদিও এ ব্যাপারে আইপিএলে খেলতে ভারতে অবস্থান করা ফিজ কোনও কথা বলেননি।
তবে মুস্তাফিজ টেস্ট খেলবেন কি খেলবেন না, সেটাই এখন টক অব দ্য টাউন। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে মগ্ন থাকা বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছেও এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারটা ব্যক্তিগত পছন্দ। আমরা এটা নিয়ে বোধহয় মুস্তাফিজের সাথে কথা বলতে পারি। এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার।’
মুস্তাফিজকে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সাথে তুলনা করে ডোনাল্ড বলেন, ‘আমি যখন আন্দ্রে রাসেলকে প্রথম নাইটসে দেখলাম, মনে হলো সে বিশ্বের সেরা ক্রিকেটার। সে ১৫০ কিমিতে বল করত, আবার ১১০ মিটার লম্বা বড় বড় ছক্কা মারত। ...রাসেলের শরীরটাও হয়তো টেস্টের জন্য উপযুক্ত নয়। কাজেই সে সংক্ষিপ্ত সংস্করণ বেছে নিয়েছে। এটা তার ব্যক্তিগত পছন্দ। কাজেই আমি সেটাতে হস্তক্ষেপ করতে চাই না।’
বিডি প্রতিদিন/নাজমুল