শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হবে।
তবে কদিন আগেই করোনা আক্রান্ত হওয়ায় সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ফলে তাকে ছাড়াই চট্টগ্রাম টেস্টে খেলার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। যদিও শুক্রবার তিনি কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন।
শনিবার অধিনায়ক মুমিনুল হকের সংবাদ সম্মেলনে জানা গেল, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে তাসকিন ইনজুরিতে থাকায় তাকে পাচ্ছে না টাইগাররা। শরিফুলকে নিয়েও আছে অনিশ্চয়তা। নেই মেহেদি হাসান মিরাজও।
এমন অবস্থায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের একাদশ নিয়ে। কেমন হবে একাদশ, এ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। সংবাদ সম্মেলনে মুমিনুল একাদশ নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন। সাগরিকার উইকেট ব্যাটিং সহায়ক। সেখানে চার নাকি পাঁচ বোলার খেলাবে বাংলাদেশ, এটাই মূল আলোচনা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাঈম হাসান/মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
বিডি প্রতিদিন/এমআই