বাংলাদেশ ও শ্রীলঙ্কার ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে আধা ঘণ্টা আগে। গত তিন দিন সকাল ১০টা থেকে শুরু হলেও আজ আগে শুরু হওয়ার কারণ গত দিনের বৃষ্টি।
তৃতীয় দিনে প্রায় দেড় সেশন বল মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। খেলা হয়েছিল মাত্র ৫১ ওভার। সেই ক্ষতি পুষিয়ে নিতেই আজ নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছে খেলা।
এদিকে, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান তিনশ পেরিয়েছে। বাংলাদেশের করা ৩৬৫ রানের দারুণ জবাব দিচ্ছে অতিথিরা। ম্যাথুজ ও চান্দিমাল সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে নিচ্ছেন দলের রান।
এর আগে, ঢাকা টেস্টে গতকাল খেলা হয়েছে মাত্র ৫১ ওভার। বাংলাদেশের বোলাররা মাত্র তিন উইকেট নিতে পেরেছেন। তার মধ্যে দুটিই নিয়েছেন সাকিব আল হাসান। আগের দিনও একটি উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকালও তিনি দারুণ বোলিং করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ