প্রথম সারির তারকাদের ছাড়াই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার প্রায় পূর্ণ শক্তির টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করার। সংক্ষিপ্ত ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই শক্তিশালী দল। তাই কাজটা সহজ হবে না রোহিত শর্মাদের। যদিও সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের একতরফাভাবে পরাজিত করেছে টিম ইন্ডিয়া।
এক দিনের সিরিজে বিশ্রাম নেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন রোহিত, ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক-সহ একাধিক প্রথম সারির ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাদের দাপটেই ৬৮ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করে রোহিতের দল ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯০ রান তোলে। জবাবে আট উইকেট হারিয়ে ১২২ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।
অনেকেই মনে করেছিলেন ওপেনিংয়ে রোহিতের সঙ্গে পান্তকে দেখা যাবে। সবাইকে অবাক করে রোহিতের সঙ্গে সূর্যকুমারকে ওপেন করতে দেখা যায়। এর আগে কোনও দিন সূর্যকুমার ওপেন করেছেন কি না, কেউই মনে করতে পারছেন না।
নতুন ওপেনিং জুটি হলেও ভারতের শুরুটা খারাপ হয়নি। প্রথম চার ওভারে ৪০-এর কাছাকাছি রান ওঠে। ভারতকে প্রথম ঝাটকা দেন আকিল হোসেন। সূর্যকুমারকে তুলে নেন তিনি। পরের ওভারেই ফেরেন শ্রেয়াস আয়ার (০)। পান্ত নেমেছিলেন চারে। রোহিতের সঙ্গে জুটি গড়ছিলেন। তবে ১৪ রানের মাথায় ফিরলেন তিনিও। খারাপ শট খেলে হার্ডিক পান্ডিয়া আউট হওয়ার সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। রোহিত অর্ধশতরান করেন। তিনি ফিরে যাওয়ায় চাপ আরও বাড়ে। মনে হচ্ছিল ভারতের রান দেড়শ’ পেরোবে না।
কার্তিক যতক্ষণ আছেন, ততক্ষণ ভয়ের কিছুই নেই। এমন কথাই বলেন তার অনুরাগীরা। কার্তিক এ দিন সেটাই আবার প্রমাণ করলেন। অশ্বিনের সঙ্গে সপ্তম উইকেটে জুটি বেঁধে তুললেন ৬২ রান। চারটি চার এবং দু’টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪১ রানে অপরাজিত থাকলেন কার্তিক। ১০ বলে ১৩ করলেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলার জন্য ১৯০ রান যথেষ্ট ছিল।
বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা যতটা ভাল খেলেন, দেশের হয়ে ততটা ভাল খেলতে দেখা যায় না। ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেও তারা সেই বদনাম ঘোচাতে পারলেন না। দলে নিকোলাস পুরান, রভমান পাওয়েল, শিমরন হেটমায়ারের মতো আইপিএল মাতানো ক্রিকেটাররা থাকলেও ১৯১ রান তাড়া করতে গিয়ে ভারতের আনকোরা বোলারদের সামনে কেঁপে গেল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারানো শুরু হয় তাদের। কোনও সময়েই দেখে মনে হয়নি ভারতের এই রান তাড়া করে জিততে পারে তারা। বড় বড় শট মেরে কাইল মেয়ার্স শুরুটা ভাল করলেও আর্শদীপের ওভারে ফিরে যান। পরের ওভারে রবীন্দ্র জাদেজাকে উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন জেসন হোল্ডার। এরপর পুরান (১৮), পাওয়েল (১৪), হেটমায়ার (১৪) শুরুটা ভাল করলেও ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি। ধরে খেলার মতো কেউ ছিলেন না এই ওয়েস্ট ইন্ডিজ দলে।
এতে বড় ব্যবধানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজ কবে কেমন খেলবে বলা মুশকিল। তাই সিরিজে সমতা ফেরানোর যথেষ্ট সম্ভাবনা থাকছে।
বিডি প্রতিদিন/কালাম