জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হেরে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে গেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই। অধিনায়ক নুরুল হাসান জানিয়েছেন, তারা আগের ম্যাচের দুর্বল জায়গায় উন্নতি করে জয়ে ফিরতে চান।
কিন্তু সোহানদের কাছে সেই উন্নতি আনার সময় কোথায়? একদিন বাদেই আজ রবিবার (৩১ জুলাই) নামতে হচ্ছে দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে খেলা। দ্রুত সময়ে মাঠ নেমে আদতে কি উন্নতি সম্ভব?
প্রথম ম্যাচ শেষে সোহান বলেন, ‘অবশ্যই, দেখুন খুব ভালো ম্যাচ হয়েছে। আমার কাছে মনে হয় ডেথ ওভারে শেষ পাঁচ-ছয় ওভারে খুব ভালো জায়গায় বল করতে পারিনি। তারা খুব ভালো ব্যাট করেছে। এই কিছু জায়গা আছে, যেখানে আমরা উন্নতি করে পরের ম্যাচে নামতে পারি।’
অধিনায়কের মতে, ‘আসলে কোনও কিছু নিয়ে অজুহাত দেখাতে চাইছি না। ব্যাটি, বোলিং, ফিল্ডিং যাই বলেন সব আমরাই। যেটাই করি আমাদেরই ভালো করতে হবে। যেটা বলেছি, শেষ পাঁচ-ছয় ওভারে আমরা ভালো বল করতে পারিনি। পরের ম্যাচে এই জায়গায় আরও উন্নতি হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ