তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে শুরুতেই চেপে ধরেছে বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে এসে জিম্বাবুইয়ানদের ওপর চড়াও হন মোসাদ্দেক হোসেন সৈকত।
বল ওপেন করতে এসে প্রথমেই উইকেট তুলে নেন মোসাদ্দেক। একই ওভারের শেষ বলে ফের উইকেটের দেখা পান এই ডানহাতি স্পিনার। এরপর নিজের দ্বিতীয় ওভারেও উইকেট তুলে নেন তিনি। এরপর পরের দুই ওভার বল করে আরও ২ উইকেট তুলে নেন তিনি।
৪ ওভার বল করে ২০ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন তিনি। তার ঘূর্ণিতে দ্রুত ৫ উইকেট হারিয়ে ধুঁকছে জিম্বাবুয়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩২ রান।
সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে নুরুল হাসান সোহানের দলকে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন