ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে ইতিহাস লিখেছে সাউথ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার ছিলেন না, তাই টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের ভার ডেভিড মিলারের কাঁধে।
সুযোগ পেয়েই কিলার মিলার ইতিহাসে নিজের নাম লেখালেন। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়লেন তিনি।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান তোলে সাউথ আফ্রিকা। অধিনায়ক মিলার শেষদিকে ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন।
১৯২ রানের টার্গেটে খেলতে নেমে জস বাটলার, জেসন রয়রা কেবল পরাজয়ের গল্প লিখেছেন নিজেদের ব্যর্থতায়। তাবরিজ শামসির জাদুকরী ঘূর্ণিতে কুপোকাত ইংলিশরা। শামসি ২৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ইংল্যান্ড গুটিয়ে গেছে ১৬.৪ বলে। কেবল টেনেটুনে করতে পেরেছে ১০১ রান।
বিডি প্রতিদিন/নাজমুল