সিআর সেভেন আর ইলিংশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না, এমন গুঞ্জন বেশকিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। সেই অনিশ্চয়তা সাথে নিয়েই রেড ডেভিলদের জার্সিতে মাঠে ফিরেছেন এই পর্তুগিজ ফুটবল তারকা।
যদিও বল পায়ে তেমন কিছুই করতে পারেননি রোনালদো। তবুও ফুটবল পায়ে মাঠে নামতে পেরেই খুশি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন সিআর সেভেন। লিখেছেন, ‘হ্যাপি টু বি ব্যাক’।
ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার প্রাক-মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রায়ো ভাইয়েকানোর সঙ্গে ১-১ ড্র করে এরিক টেন হাগের দল।
শুরুর একাদশে নামা রোনালদোকে প্রথমার্ধের পর আর নামাননি কোচ। এই সময়ে একটি সুযোগ পান তিনি। কিন্তু ডনি ফন ডি বিকের পাস ডি-বক্সের বাঁ দিকে পেয়ে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ৩৭ বছর বয়সী তারকা।
দ্বিতীয়ার্ধে রোনালদোর বদলি নামার তিন মিনিটের মাথায় ইউনাইটেডকে এগিয়ে নেন তরুণ উইঙ্গার আমাদ দিয়ালো। আট মিনিট পরই অবশ্য সেটি শোধ করে দেন স্প্যানিশ দলটির আলভারো গার্সিয়া।
ইউনাইটেড প্রিমিয়ার লিগের গত আসরে ষষ্ঠ হওয়ায় নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না-এটাই রোনালদোর দল ছাড়তে চাওয়ার কারণ বলে শোনা যাচ্ছে। তবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের পক্ষ থেকে এ বিষয়ে কখনোই কিছু বলা হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল