আঙুলের চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। অন্তত তিন সপ্তাহের জন্য সোহানকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। খেলতে পারবেন না ওয়ানডে সিরিজেও।
নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে এই সফরে সোহানকে অধিনায়ক করা হয়েছিল। সোহানও খেলার বাইরে যাওয়ায় এবার সেখানে অধিনায়কত্বের ভার কাঁধে নিতে হচ্ছে ওপেনিং ব্যাটার লিটন কুমার দাসকে।
যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে দলীয় সূত্র বলছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সবুজ সঙ্কেত পেলেই ঘোষণা করা হবে লিটনের নাম।
গত বছর এপ্রিলে নিউজিল্যান্ড সফরে চোটের কারণে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি।
সে ম্যাচেই প্রথমবারের মতো বাংলাদেশের অধিনায়কত্ব করেন লিটন দাস। এবার নুরুল হাসানের চোট আরেকবার অধিনায়কত্বের সুযোগ করে দিচ্ছে লিটনকে।
বিডি প্রতিদিন/নাজমুল