৪০০তম ওয়ানডে ম্যাচেও টসে হারল বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে যথারীতি ব্যাটিং পেয়েছে তামিম ইকবালের দল।
টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হেরে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস একেবারে তলানিতে। সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই হারতে হয়েছে ওয়ানডে সিরিজ। তাই শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ।
তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে ছিটকে গেছেন রেজিস চাকাভা। তার জায়গায় অভিষেক হচ্ছে ক্লাইভ মাদান্দের।
বাংলাদেশের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে না খেলা মুস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। এছাড়া অভিষেক হচ্ছে এবাদত হোসেনের। একাদশ থেকে বাদ পড়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ