১১ আগস্ট, ২০২২ ১৬:০২

রুদ্ধদ্বার বৈঠকের পর সাকিবকে পাপনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

রুদ্ধদ্বার বৈঠকের পর সাকিবকে পাপনের হুঁশিয়ারি

সাকিব আল হাসান ও নাজমুল হাসান পাপন।

আজকেই বেটউইনার ইস্যুতে বিবিসির চিঠির জবাব দেবেন সাকিব আল হাসান। রুদ্ধদ্বার বৈঠকের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‌বেটউইনারের সাথে পণ্যদূতের চুক্তি বাতিল না করলে দলে থাকবেন না সাকিব, সম্পর্ক থাকবে না বিসিবির সঙ্গেও।’

সেই সাথে এশিয়া কাপের দল ঘোষণাও পিছিয়ে দিয়েছে বিসিবি।

এর আগে এশিয়া কাপের দলে সাকিব আল হাসান থাকবেন নাকি তাকে ছাড়াই ঘোষণা করা হবে দল, এ নিয়ে সিদ্ধান্ত নিতে ধানমন্ডির বেক্সিমকো অফিসে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র কয়েকজন ঊর্ধ্বতন কর্তা। 

এই বৈঠকের নেতৃত্বে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

আজ বৃহস্পতিবার দুপুরে এ বৈঠকে সভাপতির সাথে ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটর চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিসিবি পরিচালক মাহবুব আনাম ও এনায়েত হোসেন সিরাজ। এ ছাড়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এই বৈঠকে ছিলেন।

বিসিবি আগেই জানিয়েছিল বেটউইনার ইস্যুতে তারা ‘জিরো টলারেন্স’। কারণ, বিসিবির নীতি বলছে জুয়া বা বাজি সংশ্লিষ্ট কোন কাজে ক্রিকেটাররা জড়াতে পারবে না।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর