বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয়ে নেতৃত্ব দেওয়া রেজিস চাকাভা ভারতের বিপক্ষে সিরিজেও থাকছেন জিম্বাবুয়ে অধিনায়ক। হ্যামস্ট্রিং চোটের কারণে এই সিরিজেও খেলতে পারছেন না তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন। ব্যক্তিগত কারণে আরও একটি সিরিজে অনুপস্থিত অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। চোটের কারণে এই সিরিজেও নেই মূল দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাটারা।
এই চার গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়াই সম্প্রতি জিম্বাবুয়ে ৯ বছর পর ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে সিরিজে তারা পাচ্ছে না ওয়েলিংটন মাসাকাদজাকেও। বাঁহাতি এই স্পিনার ছিটকে গেছেন কাঁধের চোটে। একটা স্বস্তি অবশ্য আছে তাদের জন্য। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে না পারা রায়ার্ন বার্ল ফিট হয়ে জায়গা পেয়েছেন ১৭ সদস্যের এই দলে। বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন টারিসাই মুসাকান্দা, দলে ফিরেছেন ডোনাল্ড টিরিপানো।
আগামী বৃহস্পতিবার শুরু হবে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের এই সিরিজ। তিন ম্যাচের সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। কয়েকজন শীর্ষ ক্রিকেটারের অনুপস্থিতিতে ভারতকে এই সিরিজে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
জিম্বাবুয়ে ওয়ানডে দল: রেজিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, টানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, টাকুডজোয়ানাশে কাইটানো, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, জন মাসারা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টোর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড টিরিপানো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ