জাতীয় দল ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের 'ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি' এর ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট।
গতকাল নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নেন ট্রেন্ট বোল্ট।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বসবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) অভিষেক আসর।
আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ইউএই লিগেও দল কিনেছে। দলটি এখন পর্যন্ত ১৪ জন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে। এর মধ্যে ট্রেন্ট বোল্ট একজন। এই বাঁহাতি ফাস্ট বোলার আবার মুম্বাই ইন্ডিয়ান্সেও খেলেন। বোল্ট ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসে নাম লিখিয়েছেন কাইরন পোলার্ড, ডোয়াইন ব্র্যাভো এবং নিকোলাস পুরানের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা।
বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে বোল্ট জানিয়েছিলেন, পরিবারকে বাড়তি সময় দিতেই এমন সিদ্ধান্ত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মতভাবে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলাই এখন তার মূল লক্ষ্য।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন