লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি)-এর দ্বিতীয় আসর মাঠে গড়াবে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ভারতের ছয় শহরের নানা ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
এই লিগে ভারত মহারাজাসের বিপক্ষে খেলবে ওয়ার্ল্ড জায়ান্টস। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোসহ ভারতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া তালিকা বলছে, ভারত মহারাজাস দলের নেতৃত্ব দেবেন সৌরভ গাঙ্গুলী। আর ওয়ার্ল্ড জায়ান্টাসের নেতৃত্বে থাকবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মরগান। আর মরগানের দলেই আছে মাশরাফি বিন মর্তুজার নাম।
এই লিগে খেলার প্রস্তাব পাওয়ার বিষয়টি মাশরাফিও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি খেলবেন কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কাপ্তান।
২২ দিনের এই লিগ আয়োজন করা হবে কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, যোধপুর, কটক ও রাজকোটে। চার দলের ফ্র্যাঞ্চাইজি লিগের এ প্রতিযোগিতায় মোট ম্যাচ ১৫টি।
বিডি প্রতিদিন/নাজমুল