জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি আর ওয়ানডে, এই সফরে দুটোতেই জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগাররা। বোলিং-ব্যাটিং সবদিকের ঘাটতিই এই সিরিজে স্পষ্ট।
দেশে ফিরে বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওপেনার এনামুল বিজয় জানালেন কী ঘটেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তিনি বলেন ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি বিস্মিত হয়েছি...দ্বিতীয় ম্যাচে যখন দেখলাম যে একই পথে ওরা আগাচ্ছে, আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে।’
টি-টোয়েন্টিতে হেরে কেন বিস্মিত হয়নি বাংলাদেশ, আর ওয়ানডেতে হেরে কেন বিস্মিত হয়েছেন ক্রিকেটাররা? এমন প্রশ্নের জবাবে বিজয় বলেন, ‘আপনি যদি টি-টোয়েন্টি ধরেন, এটা আমরা সবাই জানি এবং বাংলাদেশের সবাই জানে যে আমরা টি-টোয়েন্টি ভালো করছি না। আসলে ওয়ানডে ক্রিকেট তো আমরা দুই বছর ধরে খুব ভালো খেলছি।’
এনামুল বলেন, ‘বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে অনেক ভালো। আমরা প্রতিটা খেলোয়াড়ই বিশ্বাস করি, আমাদের প্রক্রিয়া ঠিক থাকলে আর শতভাগ দিয়ে সবাই খেলতে পারলে যেকোনো দলের বিপক্ষেই সিরিজ জেতা সম্ভব।’
বিডি প্রতিদিন/নাজমুল