১৭ আগস্ট, ২০২২ ০৮:২৫

এখন আর চেষ্টা নয়, আমরা করে দেখাবো: এবাদত

অনলাইন ডেস্ক

এখন আর চেষ্টা নয়, আমরা করে দেখাবো: এবাদত

এবাদত হোসেন

জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে অভিষেক হয় বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য এবাদত হোসেনের। এবার আসন্ন এশিয়া কাপে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। তিন ফরম্যাটে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করা এবাদতের কাছে স্বপ্নের মতো। তবে আত্মপ্রত্যয়ী এবাদত শুধু চেষ্টাতেই ক্ষান্ত নন, করে দেখানোয় বিশ্বাসী তিনি। 

মঙ্গলবার ব্যক্তিগত অনু্শীলন শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে এবাদত বলছিলেন, ‘আমি মনে করি চেষ্টা এক জিনিস আর আমি করে দেখাব আরেক জিনিস। আমার জীবন থেকে আমি চেষ্টা করব এই জিনিসটা শেষ, আমি করে দেখাব, আমরা করব ইনশাআল্লাহ। আমরা দল হিসেবে ভালো খেলছি না মানে এই না যে আমরা টি-টোয়েন্টি খেলতে পারি না। আমরা অদূর ভবিষ্যতে ভালো দল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

টেস্ট থেকে ওয়ানডে হয়ে টি-টোয়েন্টি, ভিন্ন ফরম্যাটে মানিয়ে নেওয়া কঠিন হবে বলে মনে করছেন না সিলেটের এই ডানহাতি পেসার।

এবাদত বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শোকরিয়া। টেস্টে সারাদিন বল করার একটা ব্যপার থাকে আর টি-টোয়েন্টি হল শর্টার ফরম্যাট। এখানে মানিয়ে নেওয়ার মতো ব্যাপার হলো বুদ্ধি খাটিয়ে বল করতে হবে, যেহেতু উইকেট ভালো থাকবে, ব্যাটসম্যানরা আগ্রাসী থাকবে। তো পরিকলল্পনা করে বল করাটাই মূল বিষয় আমার কাছে মনে হয়।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর