হেড কোচ ছাড়াই এশিয়া কাপ খেলতে গতকাল ঢাকা ছেড়েছেন সাকিবরা। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো এখন শুধু টেস্ট ও ওয়ানডে কোচ। টি-২০ ফরম্যাটে নেই। তার জায়গায় বিসিবি নিয়োগ দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীধরন শ্রীরামকে। নিয়োগ দিয়েছে ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ হিসেবে। ২০ ওভারের ফরম্যাটে শ্রীধরনই ম্যাচ পরিকল্পনা করবেন। দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুবাই যাত্রার জন্য বিমানবন্দর যাওয়ার আগে মিরপুরে নাসুম এভাবেই তার আশা ব্যক্ত করেন, ‘ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন যেন দেশকে ভালো কিছু দিতে পারি। ভালো খেলার জন্যই যাচ্ছি। আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। দোয়া চাই সবার কাছে।’
আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারেনি। সুপার টুয়েলভে দেখেনি জয়ের মুখ। তবে এবার শুধু এশিয়ার দলগুলো লড়বে বলেই আত্ববিশ্বাসী নাসুম, ‘যে সুযোগ পায় সবারই লক্ষ্য থাকে ভালো ক্রিকেট খেলার, দলকে ভালো কিছু উপহার দেওয়ার। সুযোগ পেলে আমিও ভালো কিছু করার চেষ্টা করব। যেহেতু এশিয়া কাপ, সব দেশই আমাদের এশিয়ারই, ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু ভালো করা যায়।’
২৭ আগস্ট থেকে পর্দা উঠবে এশিয়া কাপের। আর ১১ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে। বাংলাদেশের লড়াই শুরু হবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। নাসুমদের পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ আগানো।
পরিকল্পনা নিয়ে এক প্রশ্নে এই স্পিনার বলেন, ‘আসলে এগুলো নিয়ে এখন চিন্তা করছি না। প্রথম ম্যাচ ভালো খেলে তারপর দ্বিতীয় ম্যাচ... পরে দেখা যাবে। পরেরটা নিয়ে এখন চিন্তা করছি না।’
উল্লেখ্য, সাকিবরা খেলতে গেছেন বেশ কয়েকজন নিয়মিত সদস্য ছাড়া। ইনজুরির জন্য ছিটকে পড়েছেন ড্যাসিং ওপেনার লিটন দাস ও ইয়াসির আলি। স্কোয়াডে থাকার পরও গোড়ালির ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন ডান হাতি পেসার হাসান মাহমুদ। ফিট হতে পারেননি বলে দলের সঙ্গে নেই নুরুল হাসান সোহান। দলে ওপেনার সমস্যার সমাধানেই টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে দলভুক্ত করেছে বাঁ হাতি ওপেনার নাঈম শেখকে। গতকাল বিকালে ঢাকা ছাড়েন সাকিবরা। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার এনামুল হক ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আজ তারা যাবেন। নাঈম শেখ রয়েছেন আমিরাতেই। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষে দেশে ফেরার পথে তিনি রয়ে গেছেন দুবাইয়ে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ