জাতীয় দলের খেলোয়াড়দের পরিবহনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি বাস উপহার দিচ্ছে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)।
আজ বুধবার একটি উন্নতমানের বাস বাফুফেকে হস্তান্তর করবে উয়েফা।
এর আগে গত বছর বাফুফেকে উয়েফা তাদের সহযোগিতামূলক কর্মসূচির অংশ হিসেবে উন্নতমানের কিছু ক্যামেরা ও সরঞ্জামাদি দিয়েছিল। এবার উন্নতমানের বাসটি দিচ্ছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মাধ্যমে উয়েফার উপহার পাচ্ছে বাংলাদেশ।
গত এপ্রিলেই উয়েফা থেকে বাস পাওয়ার কথা জানিয়েছিলেন বাফুফের সাধারণ সম্পাদ মো. আবু নাঈম সোহাগ। তিনি বলেছিলেন, ‘কমপক্ষে ৩৮ আসনের একটি বাস পাচ্ছি আমরা।
নিজস্ব কোনো যানবাহন না থাকায় এতদিন ভাড়া বাসে করে ফুটবলারদের যাতায়াত নিশ্চিত করতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন