ভিসা জটিলতার কারণে গতকাল সতীর্থদের সাথে সংযুক্ত আরব আমিরাতে বিমান ধরতে পারেননি এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। তবে সেই জটিলতা কেটে গেছে।
আজ বুধবার এশিয়া কাপের দলে যোগ দেওয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন ব্যাটার বিজয় ও পেসার তাসকিন।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আমিরাত যাত্রার ছবি দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই দুই তরুণ ক্রিকেটার।
২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ খেলতে গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতে যাত্রা করে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেই যাত্রায় সতীর্থদের সঙ্গী হতে পারেননি পেসার তাসকিন ও উইকেটকিপার-ব্যাটার বিজয়।
বিসিবি সূত্রে জানিয়েছিল, তাসকিন আর এনামুলের ভিসা আসতে দেরি হওয়ায় তাদের যাত্রা একদিন পেছানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল