এশিয়া কাপের মিশনে ভারত, আর তাদের প্রথম লড়াইটাই চির বৈরি পাকিস্তানের বিপক্ষে। তবে সেই লড়াইয়ের গল্প ছাপিয়েও অনেকের চোখ বিরাট কোহলির দিকে। ২০১৯ সাল থেকে কোন সেঞ্চুরি হাঁকাতে পারেননি বিরাট, নেই স্বভাবসুলভ ফর্মেও।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি আগেই আশাবাদ ব্যক্ত করেছিলেন বিরাট এশিয়া কাপেই তার স্বভাবসুলভ ফর্ম ফিরে পাবেন। এবার তেমন আশার বাণীই শোনালেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।
রবির দাবি ‘বিরাট মেশিন, তিনি ক্ষুধার্ত এবং ধৈর্য্যশীল।’
রবি বলেন, ‘গত তিন বছর ধরেই আলোচনা হচ্ছে, বিশ্বের শীর্ষে থাকা খেলোয়াড় উইলিয়ামসন, বাবর, কোহলি, জো রুট, ডেভিড ওয়ার্নার; সব ফরম্যাট মিলিয়ে বিরাট এদের চেয়ে তিনগুণ ম্যাচ বেশি খেলেছেন। যখন বিরাট ৯৫০ ম্যাচ খেলেছে, তখন বাকিরা খেলে মোটে ৪০০, মানে তার অর্ধেক।’ ‘তার মতো ফিট ক্রিকেটার ভারতে একজনও নেই, কেউ তার চেয়ে বেশি পরিশ্রমও করে না। তার বয়সী কোনও ক্রিকেটারও তার মতো ফিট নেই।’
বিরাটের মন ঠিক ফ্রেমে থাকলেই তিনি আবার নিজেকে ফিরে পাবেন বলে মনে করে শাস্ত্রী।
রবি আরও মনে করেন, এশিয়া কাপের প্রথম ম্যাচে বিরাট একটা হাফ সেঞ্চুরি হাঁকালেই সবার মুখ বন্ধ হয়ে যাবে। তার দাবি, বিরাট তার সময় মতোই জেগে উঠবেন।
বিরাট কোহলিকে নিয়ে মানুষের হতাশা প্রসঙ্গে রবি বলেছেন, মানুষের স্মৃতি খুবই সীমাবদ্ধ, দুদিনেই সব ভুলে যায়।
বিডি প্রতিদিন/নাজমুল