হালের ক্রিকেটে ভারতীয় ব্যাটার বিরাট কোহলির নাম উচ্চারণ হলেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের নামটাও ওঠে। কে সেরা বিরাট নাকি বাবর সেই নিয়ে আলোচনা ও তর্কাতর্কিও চলে হরদম।
বিরাট আর বাবর ভক্তরা নানা তর্কে দুই দিকে অবস্থান করলেও মাঠের দেখায় সদা হাস্যোজ্জ্বল এই দুই তারকা। বিবাদ তো দূরের কথা একে অপরকে তারা বরণ করেন হাসি মুখে, সবিনয়ে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতে দেখা গিয়েছিল সম্মান-সৌহার্দ্যের সেই চিত্র। এবারের এশিয়া কাপে তার ব্যতিক্রম নয়।
দারুণ ছন্দে থাকা বাবর আর ছন্দহীনতায় ভোগা বিরাটের সাক্ষাৎ হয়ে থাকল আরেকটা নির্দশন। যেখানে আছে সম্মান আর সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ।
এবার কোহলি-বাবরের দেখা হয়েছে দুবাইয়ে আইসিসি ক্রিকেট গ্রাউন্ডে। অনুশীলনের উদ্দেশ্যেই দুজনে গিয়েছিলেন সেখানে। ভারত ও পাকিস্তান দলের অনুশীলনের একপর্যায়ে সামনাসামনি দেখা হয় কোহলি ও বাবরের। আর সেই মুহূর্তের ভিডিও টুইট করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আগেও দুঃসময়ে বিরাটের পাশে দাঁড়িয়েছেন বাবর। আর বাবরকেও বিরাট জানিয়েছেন শুভ কামনা। তবে এবারে কী কথা হয়েছে তাদের সাথে, তা এখনও জানা যায়নি। তবে অভিব্যক্তি বলছে, এ আলাপ সম্মানের-ভালোবাসার-শ্রদ্ধার।
বিডি প্রতিদিন/নাজমুল