সংযুক্ত আরব আমিরাতে ২৮তম আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের মাস্টার্স ইভেন্টে অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হেরেছেন। বুধবার রাতে মাস্টার্স ইভেন্টের অষ্টম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়া মিশরের সুপার গ্র্যান্ডমাস্টার আমিন বাসেমের কাছে পরাজিত হন।
অপরদিকে, তিন দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছেন।
৮ ম্যাচ শেষে ফাহাদ ৪.৫ পয়েন্ট, জিয়া ও তাহসিন ৪ পয়েন্ট করে এবং পরাগ ২.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত