এশিয়া কাপের আগেই আলোচনায় ভারতীয় ব্যাটার বিরাট কোহলির ছন্দহীনতা। এ নিয়ে আগেই কথা বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এশিয়া কাপ দিয়েই স্বমহিমায় ফিরবেন কোহলি। তার সাবেক গুরু রবি শাস্ত্রীও বলেছেন, পাকিস্তানের বিপক্ষের ম্যাচে কোহলি হাফ সেঞ্চুরি করলেই সব সমালোচনা বন্ধ হয়ে যাবে।
বিরাট কোহলিও স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সমালোচনার জবাব দিয়ে বলেছেন, ‘কোথায় দাঁড়িয়ে আছি, সেটা আমি জানি। ভিন্ন পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারলে, ভিন্ন ভিন্ন বোলারকে ভালোভাবে মোকাবেলা করার সক্ষমতা না থাকলে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার এতোদূর আসতো না। সুতরাং, এটা আমার জন্য সহজ বিষয়।’
কোহলি আরও বলেন ‘আমি জানি উত্থান-পতন থাকবেই। তবে যখন এই খারাপ সময় আমি পার করে ফেলব, আমি জানি কতটা ধারাবাহিকভাবে খেলতে পারব।’
এবার এশিয়া কাপের খেলায় বিরাট কোহলি কেমন করবেন সেটাই দেখার অপেক্ষা। তিনি মাঠের খেলায় পারবেন তো নিজের মুখ রক্ষা করতে?
বিডি প্রতিদিন/নাজমুল