ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। তাই গত ফেব্রুয়ারিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়েছিল মাত্র পাঁচ মিনিটেই।
তবুও রয়ে গেছে অনেক দর্শকের আক্ষেপ, তারা এখনও খুঁজছে ভারত পাকিস্তান ম্যাচ সরাসরি দেখার বিকল্প পথ। তাদের জন্যই সুখবর দিয়েছে আইসিসি। এবার দুই চির বৈরি দেশের ম্যাচ দেখা যাবে দাঁড়িয়ে। আসন না থাকলেও ৪০০০ স্ট্যান্ডিং টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এরইমধ্যে টিকেট বিক্রিও শুরু হয়ে গেছে।
আর এই দাঁড়িয়ে খেলা দেখার টিকেট কিনতেও দর্শকদের গুনতে হবে ৩০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ২ হাজার ৮৩৪ টাকা।
এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, ২৩ অক্টোবর যত বেশি সম্ভব লোককে ম্যাচ দেখার সুযোগ করে দেওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে।
আইসিসি আরও জানিয়েছে, বিশ্বকাপ শুরুর আগমুহূর্তেও অন্যান্য ম্যাচ দেখার জন্য দর্শকদের টিকিট কেনার সুযোগ থাকবে। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের টিকিট বিক্রিও এখনো শেষ হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল