ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অল্প রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। পেসারদের তোপে ৫৩ ওভার দুই বলে ১৫১ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।
বৃহস্পতিবার লর্ডসে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ড ব্রড ও বেন স্টোকসের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন পেসার কাগিসো রাবাদা।
ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড ৩টি করে উইকেট নেন। দুইটি উইকেট শিকার করেন বেন স্টোকস।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১১১ রান তুলে দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১৭ আর জনি বেয়ারস্টো ৩৮ রান নিয়ে উইকেটে আছেন।
বিডি প্রতিদিন/এমআই