দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় দিনের শেষে তারা এগিয়ে ২৪১ রানে। প্রথম ইনিংসে বেন স্টোকস এবং বেন ফোকসের জোড়া শতরানের জেরে প্রোটিয়া বোলারদের উপর দাপট দেখাল ইংল্যান্ড।
বৃহস্পতিবার টসে জিতে ফিল্ডিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ড ব্রড ও বেন স্টোকসের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন পেসার কাগিসো রাবাদা। শেষপর্যন্ত পেসারদের তোপে ৫৩ ওভার দুই বলে ১৫১ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১১১ রান তুলে বৃহস্পতিবারের দিনের শেষ করে ইংল্যান্ড। শুক্রবার আগের দিনের ৩ উইকেটে ১১১ রান নিয়ে খেলা শুরু করার পর এদিন জনি বেয়ারস্টোকে (৪৯) হারায় ইংল্যান্ড। কিছু ক্ষণ পরে ফিরে যান ওপেনার জাক ক্রলিও (৩৮)।
১৪৭ রানে পাঁচ উইকেট হারিয়ে তখন কিছুটা চাপে ইংরেজরা। সেখান থেকে জুটি গড়েন স্টোকস এবং ফোকস। ষষ্ঠ উইকেটে দু’জনে মিলে ১৭৩ রানের জুটি গড়েন। সেটাই ইংল্যান্ডকে ভাল জায়গায় বসিয়ে দেয়। পরে কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে ১০৩ রানে ফেরেন স্টোকস।
স্টোকস ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই শতরান করেন উইকেটকিপার ফোকস। তবে উল্টো দিকে আর কাউকে সঙ্গী হিসেবে পাননি। সামান্য লড়াই করেন স্টুয়ার্ট ব্রড (২১)। জ্যাক লিচ ফেরার পর এক উইকেট বাকি থাকতেই ৪১৫ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড। পরে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৩ রানে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/এমআই