আর মাত্র একটি দিনের অপেক্ষা। এরপরই বিশ্বক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বাইশ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও মাঠের বাইরের চিত্র কিঞ্চিৎ আলাদা।
কোহলির প্রচুর ফ্যান আছে পাকিস্তানে। পাকিস্তান দলের ক্রিকেটাররাও তাকে পছন্দ করে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই জ্বলে উঠেছেন কোহলি। কিন্তু ইদানিং একদমই ছন্দে নেই কোহলি। ব্যাট কথা বলছে না তার। ২০১৯ সালের নভেম্বরে ইডেনে এসেছিল শেষ শতরান। এরপর থেকেই খরা শুরু।
তাই রবিবারের ব্লকবাস্টারে অনেকেই বিরাট কোহলির দিকে সেভাবে কেউ নজরের মধ্যে রাখছে না। কিন্তু পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান জানিয়ে দিলেন এরকম ভাবলে ভুল হবে। এশিয়া কাপেই কোহলির শতরান দেখতে চান তিনি। তবে অবশ্যই সেটা পাকিস্তানের বিরুদ্ধে নয়।
শাদাব বলেন, কে বলেছে বিরাট কোহলিকে ভয় পাওয়ার কারণ নেই। যারা বলছে তারা এখন আর ক্রিকেট খেলে না। সে একই আছে। কোহলি কিংবদন্তি ক্রিকেটার। এখনও যথেষ্ট ভালো পারফরমেন্স। কিন্তু নিজেই নিজের জন্য একটা ল্যান্ডমার্ক সেট করে ফেলেছে। বর্তমানে সেই জায়গায় পৌঁছতে পারছে না বলে সবাই ভাবছে সে ছন্দে নেই। আশা করছি এশিয়া কাপেই বিরাট ফর্ম ফিরে পাবে এবং শতরান করবে। তবে সেটা যেন আমাদের বিরুদ্ধে না হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ