আগামিকাল রবিবারএশিয়া কাপে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। দুবাইয়ে এই টি২০ ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ট্র্যাক রেকর্ড দুর্দান্ত। অন্যদিকে বাবর আজমও কম যান না।
তবে সাবেক পাকিস্তানি ব্যাটার ইউনিস খান কিন্তু অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে একটু হলেও এগিয়ে রাখছেন। ব্যাটার হিসেবে অবশ্য দুইজনকেই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। রোহিতকে নেতা হিসেবে এগিয়ে রাখার কারণ হিসেবে ইউনিস বলেছেন, রোহিত বেশ কিছুদিন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছেন।
ইউনিস বললেন, আমরা জানি রোহিত এবং বাবর বড় রান করায় কতটা অবদান রাখে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ইনিংস খেলায় দুজনেই সমান। কিন্তু নেতৃত্বের দিক থেকে দেখলে বাবরের থেকে কিছুটা এগিয়ে রোহিত। কারণ ও টিম ইন্ডিয়ার সিনিয়র দলের দীর্ঘদিনের সদস্য এবং ভাল অধিনায়কের অধীনে খেলেছে। তাই সেই অভিজ্ঞতা রোহিতকে সুবিধা দেবে।
২০২১ সালে বিরাট কোহলির থেকে টি-২০ এর অধিনায়কত্ব রোহিত শর্মার হাতে আসে। আর দুইটি ম্যাচ জিতলেই ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতের দ্বিতীয় সফলতম অধিনায়ক হবেন। তার সামনে থাকবে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নেন ভারতের সফলতম অধিনায়ক ধোনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ