দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া ম্যাচে শুরুর হাসিটা হেসেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবীই। টস জিতে তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
আফগানিস্তান শ্রীলঙ্কা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে একবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা।
তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তখনকার আফগানিস্তান আর এখনকার আফগানিস্তানের মধ্যে রয়েছে বিস্তার ফারাক। মুজিব, রশিদ, নবীদের, নিয়ে গড়া আফগানিস্তান এখন যেকোনো দলের জন্য সমীহের ব্যাপার।
আফগানিস্তানে ব্যাটিং সাইটে আছে হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরানদের মতো হার্ড হিটার ব্যাটসম্যান।
২০২০ সালের পর থেকে আফগানিস্তানের টি-টোয়েন্টি রেকর্ড যথেষ্ট ভালো। তারা একটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে, জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে দুটি, একটি ড্র করেছে বাংলাদেশের সঙ্গে।
অন্যদিকে, ২০২০ সালের পর শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মাত্র একটি। সেটা ভারতের বিপক্ষে। তবে পরিসংখ্যানে হয়তো একটি কথা লেখা নেই, ওই সিরিজে ভারত একদম দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছে।
আফগানিস্তান তাদের সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ২টি, শ্রীলঙ্কা মাত্র একটি। সব দিক থেকেই মনে হচ্ছে, আজকের লড়াইটা মোটেই একতরফা হবে না।
শ্রীলঙ্কা একাদশ
দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আশলঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মুধশাঙ্কা, মাশিশা পাথিরানা।
আফগানিস্তান একাদশ
হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন