দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাট করতে নেমে আফগানদের বোলিং তোপে দিশেহারা শ্রীলঙ্কা। দলীয় ৫ রানের মাথায় ৩ উইকেট হারিয়েছে লঙ্কানরা। ফজল হক ফারুকি নিয়েছেন দু'টি উইকেট।
শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস ফজল হক ফারুকির বলে এলবিডব্লিউ হয়ে ২ রানে বিদায় নেন। পরের বলে ফের এলবিডব্লিউ হন ব্যাট করতে নামা চারিথ আসালাঙ্কা। রিভিউ নিয়েও লাভ হয়নি। শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় এই ব্যাটারকে।
আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও টিকতে পারেননি বেশিক্ষণ। দ্বিতীয় ওভারের শেষ বলে উইকেটরক্ষকের তালুবন্দি হন তিনি। ৭ বলে ৩ রান করে বিদায় নেন লঙ্কান এই ওপেনার।
এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন