এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে আফগানদের বোলিং তোপে ১০৫ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে ১০৬ রান।
শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান করে শ্রীলঙ্কা।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস ফজল হক ফারুকির বলে এলবিডব্লিউ হয়ে ২ রানে বিদায় নেন। পরের বলে ফের এলবিডব্লিউ হন ব্যাট করতে নামা চারিথ আসালাঙ্কা। রিভিউ নিয়েও লাভ হয়নি। শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় এই ব্যাটারকে।
আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও টিকতে পারেননি বেশিক্ষণ। দ্বিতীয় ওভারের শেষ বলে উইকেটরক্ষকের তালুবন্দি হন তিনি। ৭ বলে ৩ রান করে বিদায় নেন লঙ্কান এই ওপেনার।
দানুশকা গুনাথিলাকাকে ১৭ বলে ১৭ রান ও ওয়ানিদু হাসারাঙ্গাকে ৮ বলে ২ রান ক্যাচ আউট করে সাজঘরে পাঠান মুজিব-উর রহমান।
দলের পক্ষে সর্বোচ্চ ভানুকা রাজাপাকসে ৩৮ রান ও চামিকা করুনারত্নে করেন ৩১ রান। দলীয় ৭৫ রানে ৯ উইকেট হারানোর পর দশম উইকেটে আসে ৩০ রান। শেষ জুটির রানের উপর ভর করে লঙ্কানদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১০৫ রান।
আফগানদের পক্ষে ফজল হক ফারুকি ৪টি এবং দুটি করে উইকেট লাভ করেন মুজিব-উর রহমান ও মোহাম্মদ নবী। এছাড়াও একটি উইকেট নেন নাভিন-উল হক।
এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।
আফগানিস্তান শ্রীলঙ্কা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে একবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন