ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো গোল-উৎসবে মাতলো লিভারপুল। ঘরের মাঠে এফসি বোর্নমাউথকে ৯-০ গোলের ব্যবধানে হারিয়েছে অলরেডরা। লিভারপুলের ব্রাজিলীয় তারকা রবার্তো ফিরমিনহো ম্যাচে দুর্দান্ত খেলেছেন। শনিবার অ্যান্ডফিল্ডে লিভারপুল গোল উৎসবের সূচনা করতে সময় নিয়েছে মাত্র তিন মিনিট।
লুইস দিয়াজের প্রথম গোলের পর ৬ষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করেন হার্ভে এলিয়ট। পরে ২৮তম মিনিটে তৃতীয় গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এর তিন মিনিট পরই চতুর্থ গোল করেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। এরপর ভিরগিল ফন ডাইক ৪৫ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন।
প্রথমার্ধে ৫ গোলে পিছিয়ে থাকা বোর্নমাউথের দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ৪৬ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ক্রিস মেপাম। ৬২ মিনিটে ব্যবধান ৭-০ করে ফেলেন রবার্তো ফিরমিনো। ৮০ মিনিটে ৮-০ গোলের ব্যবধান সৃষ্টি করেন ফ্যাবিও কার্ভালহো এরপর ম্যাচের ৮৫ মিনিটে শেষবারের মত বোর্নমাউথের জালে বল জড়ান লুইজ দিয়াজ।
উল্লেখ্য, প্রথম তিন ম্যাচে দুই ড্রয়ের সঙ্গে এক হার। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা একদম প্রত্যাশামাফিক হয়নি শিরোপার খোঁজে থাকা লিভারপুলের। ব্যর্থতার এই বৃত্ত অলরেডরা ভাঙল গোলের বন্যা বইয়ে দিয়ে। ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা ভাগ বসাল আসরের সবচেয়ে বড় জয়ের রেকর্ডেও।
ডি-প্রতিদিন/শফিক