শাহিন শাহ আফ্রিদির অভাব বেশ ভালো ভাবেই ভোগাবে পাকিস্তানকে। এশিয়া কাপে নিজেদের বোলিং লাইনআপের সবচেয়ে বড় অস্ত্র শাহিনকে ছাড়াই আজ রাতে ভারতের বিপক্ষে খেলতে নামবে তারা। সবশেষে ম্যাচে ভারতের বিপক্ষে বড় ভূমিকা ছিল তার।
আজ রাতের ম্যাচে না থেকেও আলোচনায় রয়েছেন শাহিন আফ্রিদি। তার ইনজুরি পাকিস্তানের জন্য বড় ধাক্কা। পাকিস্তান দলে শাহিন আফ্রিদির প্রয়োজনীয়তা, থাকা-না থাকার লাভ-ক্ষতি নিয়ে কথা বলেছেন একাধিক ক্রিকেট বিশ্লেষক। তাদের মতো ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও প্রশংসায় ভাসিয়েছেন শাহিনকে। তার মতে, শাহিন যদি আইপিএল খেলার সুযোগ পেতেন তাহলে নিলামে অন্তত ১৪-১৫ কোটি রুপিতে বিক্রি হতেন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এমনটাই উল্লেখ করেছেন। এদিকে, শাহিন শাহ আফ্রিদির চোট নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। তিনি বলেছেন, ইনজুরি থেকে সেরে উঠতে শাহিনের কোনও তাড়াহুড়ো করা উচিত নয় এবং তার সম্পূর্ণ সময় নেওয়া উচিত। আকিব জাভেদের মতে, শাহিন যদি তাড়াহুড়ো করে, তাহলে তা তার ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে।
আসলে, হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় আসন্ন এশিয়া কাপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ থেকে বাদ পড়েছেন শাহিন আফ্রিদি। জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় আফ্রিদি তার ডান হাঁটুতে চোট পান এবং তারপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক