এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে রান চাপে পাকিস্তান। দলীয় শত রান পার করার আগেই পাকিস্তান হারিয়েছে ৫টি উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৭ ওভার শেষে ৬ উইকেটে ১১৪ রান।
ব্যাট করতে নেমে শুরুতেই বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। বাবর আউট হওয়ার আগে ৯ বলে ১০ রান করেন। এই রান করতে দু'টি চারের মার খেলেন তিনি।
ভুবনেশ্বরের বাউন্সার পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
অপরদিকে, উইকেটে থিতু হওয়ার আগেই ফখর জামানকে বিদায় করেন আভেশ খান। ফখর জামান ৬ বলে ১০ রান করে আউট হন।
এরপর ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েন ইফতিখার আহমেদ আর রিজওয়ান হাসান। ১৩তম ওভারে জুটিটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তার বাউন্সার হুক করতে গিয়ে উইকেটরক্ষক কার্তিকের গ্লাভসবন্দী হন ইফতিখার (২২ বলে ২৮)।
নিজের পরের ওভারে এসে জোড়া শিকার করেন হার্দিক। সেট ব্যাটার রিজওয়ান (৪২ বলে ৪৩) আর খুশদিল শাহকে (২) ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন ভারতীয় অলরাউন্ডার। এছাড়াও আসিফ আলি ৭ বলে ৯ রান করে মাঠ ত্যাগ করেন।
এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ভারতের একাদশে ঋষভ পন্থের জায়গায় আছেন দীনেশ কার্তিক। অন্যদিকে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হলো নাসিম শাহর।