রোহিতের পর মুহাম্মদ নওয়াজের বলে ফিরলেন বিরাট কোহলিও। ৩৪ বলে ৩৫ রান করে আউট হন কোহলি। এদিকে, ১০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৬২। জয়ের জন্য এখনও প্রয়োজন ৮৬ রান।
প্রথম ওভারেই লোকেশ রাহুলকে হারিয়ে বসেছিল ভারত। এরপর বিরাট কোহলি আর রোহিত শর্মার প্রতিরোধে সে ধাক্কা সামাল দেওয়ার পথে ছিল দলটি। তবে এরপরই দৃশ্যপটে এলেন নওয়াজ। পরপর দুই বলে ফেরালেন ভারতীয় দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে। তাতেই ভারতকে রীতিমতো টলিয়েই দিলেন তিনি।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ১৪৭ রান সংগ্রহ করে বাবর আজমের পাকিস্তান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৪৮ রান। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/শফিক